Dhaka 8:50 pm, Monday, 7 July 2025

খুলনার কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচী পালন

খুলনার কয়রায় সড়কের দু’পাশে থাকা গাছে লোহার পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে লোহার পেরেক ঢুকিয়ে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচীর মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব। এই কর্মসূচীর আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২০/০৩/২৫ ইং।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় মেলার জন্য চাঁদা দাবির অডিও ফাঁস

খুলনার কয়রায় গাছ সুরক্ষায় লোহার পেরেক অপসারণ কর্মসূচী পালন

প্রকাশঃ 10:14:03 am, Thursday, 20 March 2025

খুলনার কয়রায় সড়কের দু’পাশে থাকা গাছে লোহার পেরেক ঢুকিয়ে ব্যানার, পোস্টার লাগানোর ফলে গাছের যে ক্ষতি হয়, তা থেকে গাছকে রক্ষা করার জন্য লোহার পেরেক অপসারণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

২০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মোঃ জহিরুল হক, কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন, গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়। অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থে গাছে লোহার পেরেক ঢুকিয়ে বিভিন্ন প্রচার চালায়। এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তাই গাছের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আশা করি, এই কর্মসূচীর মাধ্যমে আমরা গাছকে সুস্থ রাখতে পারব। এই কর্মসূচীর আওতায়, উপজেলার বিভিন্ন স্থানে গাছে লাগানো পেরেক অপসারণ করা হবে। এছাড়াও, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ২০/০৩/২৫ ইং।