নাজমুলের-উত্তর জানা নেই

27.jpg

দেশের তথ্য ডেস্ক –

হাওয়ায় ভাসা বল যেন ধরতেই ভুল গেছেন বাংলাদেশের ফিল্ডাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজে সব মিলিয়ে ১১টি ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান, শাহাদাত হোসেনরা। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১টি, দ্বিতীয় ইনিংসে ৩টি। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬টি, দ্বিতীয় ইনিংসে ফেলেন ১টি ক্যাচ।

পাশাপাশি হাফ-চান্স মিলিয়ে আরো বেশি কিছু সুযোগ হাতছাড়া করেন স্বাগতিক ফিল্ডাররা। এর সঙ্গে আছে ব্যাটিং ব্যর্থতা। ভরাডুবির এক সিরিজ শেষ করে অধিনায়ক নাজমুল হোসেন জানালেন, এসবের উত্তর জানা নেই তার।
আজ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যর্থতার ফিরিস্তি শোনাতে গিয়ে নাজমুল বলেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারে বলব যে সবাই যথেষ্ট অনুশীলন করে, সবাই অনুশীলনে প্রত্যেকটা ক্যাচও ধরে।

কেন হয়েছে এটার উত্তর নাই। কিন্তু প্রস্তুতি যদি বলেন ফিল্ডিংয়ে সবাই ভালোমত প্রস্তুত ছিল।’
ফিল্ডিংয়ের মতো যাচ্ছেতাই অবস্থা ছিল ব্যাটিং বিভাগে। চার ইনিংস ব্যাট করে মোটে একবার দলীয় রান দুই শ ছাড়াতে পারে।

অথচ অচেনা কন্ডিশন হলেও দাপট দেখায় শ্রীলঙ্কা। নিজেদের বাজে ব্যাটিংয়ে জন্য অজুহাতও খুঁজে পেলেন না বাংলাদেশ অধিনায়ক, ‘ব্যাটিংয়ে গোটা সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই যে এই কারণে হইসে, ওই কারণে হইসে। দল হিসেবে সিরিজে চার ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি।’
তবে নিজেদের সামর্থ্য আছে জানিয়ে নাজমুল বলেন, ‘অবশ্যই (দীর্ঘ পরিসরে কাজ করার) দরকার আছে।

প্রথমে আমি বলব যে দুইটা ম্যাচে ওরা যেরকমভাবে ব্যাটিং করেছে আমরা এত খারাপ ব্যাটার না। আমাদের সামর্থ্য এর থেকে আরও বেটার আমার কাছে মনে হয়। এর সাথে যোগ করতে চাই টেকনিক্যালি, মেন্টালি আরও বেশি উন্নতির জায়গা আছে।

Share this post

PinIt
scroll to top