ঢাবির খ ইউনিট এবং রাবির ক ইউনিটের মেধা তালিকায় আশাশুনি চাপড়ার সাবিকুন নাহার

434887768_3755473771348937_9200783675173356715_n-1.jpg

  শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে নিয়েছে আশাশুনি চাপড়ার সাবিকুন নাহার।গত ২৮ মার্চ বৃহস্পতিবার দেশের ঐতিহ্যবাহী এ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১ লাখ ৩০ হাজার অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে সাবিকুন নাহার খ ইউনিটের মেধা তালিকায় ৮৪৮ তম কৃতিত্ব স্থান অর্জন করেছে। সাবিকুন নাহার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা চাপড়া গ্রামের তৈয়েবুর রহমান বাবলু ও শিউলী আক্তার দম্পত্তির একমাত্র মেয়ে। মেধাবী সাবিকুন নাহার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ লাভ করে এবং এইচএসসি আশাশুনি সরকারি কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ-৫ লাভ করে। এছাড়া মেধাবী সাবিকুন নাহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় এ ইউনিটে মেধা তালিকায় ২১৭ তম কৃতিত্ব স্থান অর্জন করেছে। এ সাফল্যে গর্বিত তার পিতা-মাতা, আত্তীয় স্বজন সহ সকল শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন যোগ্য সুনাগরিক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই তরুণ উদীয়মান মেধাবী শিক্ষার্থী সাবিকুন নাহার।।

দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top