রিপোর্টার ,ম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা (প্রতিনিধি)।।গতকাল বৃহস্পতিবার, ঠিক বিকাল তিনটায়, কলকাতা প্রেস ক্লাবে , প্লেব্যাক গায়ক এবং লাইভ পারফর্মার শিল্পী রত্নেদ্র ভাদুড়ীর একটি গানের শুভ সূচনা হলো … শুধু তোমাকে চাই…
এই গানের কথা গৌতম সুস্মিত, সঙ্গীত আয়োজনে বাপ্পা অরিন্দম, অভিনয়ে পায়েল রায় ও রোহান, এছাড়াও ছিলেন অন্যান্যরা। সবার সহযোগিতায় একটি সুন্দর গান উপহার দিলেন দর্শকদের। যে গানের মধ্য দিয়ে একটি প্রেমের গল্প তুলে ধরেছেন। এটি আজ রেড রিবন এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রকাশিত হল,
রত্নেন্দ্র ভাদুড়ী হলেন পদ্মশ্রী শ্রী সুরেশ ওয়াথকরের শিষ্য এবং বলিউডের একজন প্লেব্যাক গায়ক। রথীন্দ্র সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ও ছিলেন সংগীতশিল্পী এ এন ভাদুরী, ছোটবেলা থেকেই সংগীতের উপর ছিল প্রেরণা। সংগীত ভালবাসতেন। রতেন্দ্র কলকাতার ছেলে হলেও ভাগ সময়টায় মুম্বাইয়ে কাটিয়েছেন সংগীত জগতের মধ্য দিয়ে। তিনি ভারত ও বিদেশে লাইভ কনসার্টে একজন নিয়মিত performer হিসেবে কাজ করে চলেছেন।
তিনি বহু গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, যেমন অমিত কুমার, সাধনা সরগম, সুদেশ ভোঁসলে, সনু নিগম, আকৃতি কক্কর, শুধু তাই নয় সেলিব্রেটিদের সাথে স্টেজ পারফরমেশও করেছেন,
শুধু তাই নয় রত্নেদ্র সাধনা সরগমের সাথে বুদ্ধ নামে একটি আসন্ন বলিউড মুভিতে অভিনয় করেছেন।
তবে তিনি একটি কথাই বলেছেন, আমি যাই করি না কেন, আমি এখনো ছাত্র, তাই আজও আমি আমার গুরুর কাছে যাই প্রতিদিন সকাল হলেই শেখার প্রচেষ্টায়, শেখার কোন শেষ নাই, তোমার সাথে থেকে আমি আরো কিছু শিখতে চাই,
আজকে এই গানটি তৈরি করার জন্য যারা আমার সাথে সহযোগিতা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং মিডিয়া বন্ধুদের আমি অভিনন্দন জানাই তারা আমার ডাকে সাড়া দিয়ে এসেছেন।।
কারণ মিডিয়া না হলে কোন কিছুই এগুলো সম্ভব নয়, মিডিয়ায় পারেন সবকিছুকে প্রচারের মাধ্যমে একটা শিল্পীকে এগিয়ে নিয়ে যেতে , মিডিয়া বন্ধুদেরকেও তিনি কৃতজ্ঞতা জানান, আর দর্শকদের উদ্দেশ্যে ও সংগীতপ্রেমীদের উদ্দেশ্যে জানিয়েছেন, আপনারা গানটি শুনুন বিভিন্ন ডিজিটাল মিডিয়ার মধ্যদিয়ে,
যিনি তিনশটিরও বেশি youtube চ্যানেলে লাইভ শো করেছেন এবং 50টিরও বেশি অ্যালবাম তৈরি করেছেন। আপনাদের সহযোগিতায় আমাকে এগিয়ে নিয়ে যাবে আরো নতুন কিছু করার।