কেএমপি’র সদর দপ্তরে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের সচেতনতামূলক সভা ও মহড়া

WhatsApp-Image-2024-03-28-at-2.13.14-PM-1.jpeg
আজ ২৮ মার্চ  কেএমপি’র হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
May be an image of 10 people and people studyingMay be an image of 12 people, fire and textএ সময় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বিষয়ে সচেতনতামূলক মহড়ায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আশরাফ হোসেন; সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম; খুলনার ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ নাজমুস সাদাত-সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top