জাতীয় দলে ফেরার পরদিনই হাসল সাকিবের ব্যাট

shakib-20240320132628-20240320133217-20240327111640.jpg

বিপিএলের পর আর মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ এবং প্রথম টেস্ট থেকে বিশ্রাম নিয়েছিলেন। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) শুরুর দিকের ম্যাচগুলোতেও ছিলেন না সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সবশেষ তিন ম্যাচ খেলেছেন টাইগার এই অলরাউন্ডার।

আজ বুধবার দলটির হয়ে মাঠে নেমেছেন সাকিব। দিনের শুরুতে তার দল শেখ জামাল ব্যাট করতে নামে। দলের প্রথম উইকেট পতনের পরই ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। শুরু থেকেই বেশ দেখেশুনে এগোতে থাকেন।

তবে সময়ের সাথে সাথে নিজের ব্যাটকে করেন আরো শানিত। একসময় তুলে নেন চলতি ডিপিএলে নিজের প্রথম অর্ধশতক। তবে এরপর আর ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি তারকা এই ক্রিকেটার। ব্যক্তিগত ৫৩ রানে থাকা অবস্থায় গাফফারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। এর আগের ম্যাচে অবশ্য টাইগার অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। যদিও আজকের ম্যাচ শেষে সাকিবের গন্তব্য হবে চট্টগ্রাম। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবেন তিনি।

দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top