দিঘলিয়ায় ইলিশ জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

received_924083752494108.jpeg

 

 

শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি||দিঘলিয়া উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার ১৬ জন ইলিশ জেলেকে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে গত সোমবার (২৫ মার্চ) অনুষ্ঠিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলীসহ সুবিধাভোগী মৎস্যজীবি পরিবারের লোকজন, প্রিন্টিং ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this post

PinIt
scroll to top