পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।পাইকগাছায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার সকালে কপিলমুনি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, কপিলমুনি মুক্তিযোদ্ধা আঞ্চলিক কল্যাণ সমিতি, কপিলমুনি ইউনিয়ন পরিষদ, কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দির , মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়,হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি এসএম আশিষ মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রনজিত সরকার, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,ইউআরসি ইনস্ট্যাক্টর ঈমান উদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, প্রভাষক মোমিন উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক এসএম হাফিজুর রহমান, খলিলুর রহমান, কার্তিক চন্দ্র, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, আসলাম হোসেন , মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম মিথুন।