সিলেটে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ছিল কালও। ওই সুযোগ ঘরে তুলতে টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। শুরুতে পেসার খালেদ আহমেদ দারুণ বোলিং করে দলকে টপ অর্ডারের তিন উইকেটও এনে দিয়েছেন।
শ্রীলঙ্কা ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। এর আগে ওপেনার নিশান মাদুশাকা ২ রানে, কুশল মেন্ডিস ১৬ ও দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদ আহমেদের বলে আউট হয়েছেন। অ্যাঞ্জেল ম্যাথুস ৫ করে রান আউট হয়েছেন।
বাংলাদেশ এই ম্যাচে তিন পেসার নিয়ে খেলছে। খালেদ-শরিফুলের সঙ্গে আছেন নাহিদ রানা। টেস্ট অভিষেক হয়েছে গতির ঝড় তুলতে পারা এই পেসারের।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল জয়, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, লিটন দাস, শাহাদাত হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, নিশান মাদুশান, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেল ম্যাথুস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।
দেশের তথ্য ডেস্ক