মাগুরা শহরের বেলতলা এলাকায় ট্রাকচাপায় ডেজি খাতুন (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার স্বামী ও ছেলে।
গতকাল স্বামী ও ছেলের সঙ্গে মোটরসাইকেলে ঈদের কেনাকাটা করতে যাচ্ছিলেন ডেজি। এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম মো. জাহিদ। তিনি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন মাগুরায়। পারলা এলাকার ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, ছেলের জন্য ঈদের জুতা কিনতে তারা শহরের দিকে যাচ্ছিলেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। তার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল জানান, ঈদের কেনাকাটা করার জন্য স্বামী সন্তানসহ মোটরসাইকেল যোগে শহরের বিপণিবিতানের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডেইজি খাতুনকে মৃত ঘোষণা করেন। নিহতের ১১ মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার স্বামী জাহিদ মোল্যাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দেশের তথ্য / আই এইচ