আসলে কি আমি মানবতার ফেরিওয়ালা হতে পেরেছি

WhatsApp-Image-2024-03-20-at-4.09.14-AM.jpeg

 গোপালগঞ্জ প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মোঃ শহিদুল মোল্লার ছেলে মোঃ মাহবুব হাসান অমিত গ্রাম: আথালদিয়া, বাশবাড়ীয়া ,মুকসুদপুর , গোপালগঞ্জ রোজার প্রথম দিন থেকেই এই মানবতার ফেরিওয়ালা ইফতার ও পানি নিয়ে মুকসুদপুর পৌরসভা থেকে শুরু করে গ্রামগঞ্জে ভ্রাম্যমান ভাবে হাজার হাজার হতদরিদ্রও পথচারী লোকের মাঝে ইফতারি হাতে তুলে দেন ।
সাংবাদিকের এক সাক্ষাৎকারে মোঃ মাহবুব হাসান অমিত বলেন , আমি আওয়ামী মটর শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও ক্ষুদ্র ব্যাবসায়ী ।আমি শুধু আমার নিজ জেলায় , গোপালগঞ্জের মুকসুদপুরে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরিফসহ ফুটবল খেলার সামগ্রী , জার্সি ,বুট –প্যান্টসহ বিভিন্ন মাঠ উচু নিচু থাকলে সংস্কার করে দেই ।
আমাকে মানুষে বলে ,আমি নাকি মানবতার ফেরিওয়ালা , আসলে কি আমি মানবতার ফেরিওয়ালা হতে পেরেছি।

দেশের তথ্য / এ এইচ এ

 

Share this post

PinIt
scroll to top