গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার পারকোনা রোডে বিন্দু দাস ক্লিনিক সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরা দেহ উদ্ধার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ধারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনো পাওয়া যায়নি।
আজ শনিবার (৮ই মার্চ) সকাল সাড়ে আটটায় কোটালীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাগান উত্তর পাড়ার পার কোনা রোড সংলগ্ন বিন্দু দাস মেমোরিয়াল ক্লিনিকের পাশের পুকুর থেকে নারীর অজ্ঞাত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ।বিন্দু দাস ক্লিনিক ও পুকুরের মালিক নিউটন মজুমদার ওরফে লিটন। নিউটন মজুমদার বলেন আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের উপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে।সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই।
কোটালীপাড়া থানার এসআই আল আমিন বলেন নিউটন মজুমদার এর ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নারীর অর্ধ গলিত অবস্থায় লাশ উদ্ধার করি। অর্ধগলিত এই লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছি।