Dhaka 12:27 pm, Monday, 7 July 2025

পাইকগাছায় বিয়ের ১৯ বছর পর এক সাথে ৩ সন্তানের জন্ম

 

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকারের

বিয়ের ১৯ বছর একসাথে সংসার জীবন পার করার পরে, গুরুদাস সরকার (৪৫) ও কাকলি রানী (৩৭) দম্পতির কোল আলো করে তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে।

শুক্রবার রাতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি।২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির। বিয়ের পর কেটে গেছে ১৯ বছর। এ সময়ে কোনো সন্তান হয়নি তাদের সংসারে।

সর্বশেষ ২০২৪ সালে কাকলির গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটি খুশীতে আত্মহারা। অপেক্ষার দিন শুরু, ছোট্ট ফুটফুটে শিশুর আগমনের ।সেই অপেক্ষার শেষ হলো শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে একে একে বেরিয়ে আসে তিনটি শিশু পুত্র সন্তান। একসঙ্গে তিনপুত্র সন্তানের বাবা-মা হলেন গুরুদাস ও কাকলি দম্পতি। মা ও সন্তানেরা সুস্থ আছেন। দম্পতির পিতৃকুল ও মাতৃকুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা।

গুরুদাস সরকার জানিয়েছেন, মা ও শিশু সন্তানেরা উভয় সুস্থ আছেন। এখনো হাসপতালে রয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পিতা ইয়াকুব আলী গুরুতর অসুস্থ, দ্রত সুস্থতায় বিভিন্ন নেতৃবৃন্দ বিবৃতি

পাইকগাছায় বিয়ের ১৯ বছর পর এক সাথে ৩ সন্তানের জন্ম

প্রকাশঃ 05:41:27 am, Sunday, 9 March 2025

 

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকারের

বিয়ের ১৯ বছর একসাথে সংসার জীবন পার করার পরে, গুরুদাস সরকার (৪৫) ও কাকলি রানী (৩৭) দম্পতির কোল আলো করে তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে।

শুক্রবার রাতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি।২০০৬ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির। বিয়ের পর কেটে গেছে ১৯ বছর। এ সময়ে কোনো সন্তান হয়নি তাদের সংসারে।

সর্বশেষ ২০২৪ সালে কাকলির গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটি খুশীতে আত্মহারা। অপেক্ষার দিন শুরু, ছোট্ট ফুটফুটে শিশুর আগমনের ।সেই অপেক্ষার শেষ হলো শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে একে একে বেরিয়ে আসে তিনটি শিশু পুত্র সন্তান। একসঙ্গে তিনপুত্র সন্তানের বাবা-মা হলেন গুরুদাস ও কাকলি দম্পতি। মা ও সন্তানেরা সুস্থ আছেন। দম্পতির পিতৃকুল ও মাতৃকুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা।

গুরুদাস সরকার জানিয়েছেন, মা ও শিশু সন্তানেরা উভয় সুস্থ আছেন। এখনো হাসপতালে রয়েছে।