কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস, ব্র্যাক, অগ্রগতি সংস্থা, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ইউএনডিপির সহযোগীতায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ শনিবার বিকাল ৩টায় এ উপলক্ষে শোভাযাত্রা শেষে বিআরডিবির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ হাসান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ জিসিএ প্রকল্পের কয়রার ম্যানেজার মোঃ শহিদ হোসেন, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়, আঃ ছালাম প্রমুখ।
আলোচনা শেষে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির কারিগরি সহায়তায় এনজিও ফোরামফর পাবলিক হেলথ বাস্তবায়নে জিসিএফ প্রকল্পের ৫ টি পরিবারকে বাড়ীর কাজের সমতার ভিত্তিতে অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।