রূপসায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের বিশ্বওলি খাজাবাবা ফরিদফুরী (রঃ) এর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল গতকাল ৭ মার্চ (শুক্রবার) বিকেলে আলাইপুর বাজার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। ঘাটভোগ ইউনিয়ন জাকের কর্মীগুরুপ কর্তৃক আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন খুলনা জেলা জাকের কর্মী গুরুপের নেতা মোঃ ইমদাদুল হক। জিকির পরিচালনা করেন খুলনা জেলা জাকের কর্মী গুরুপের নেতা সেকেন্দার আলী। দোয়া মোনাজাত পরিচালনা করেন খুলনা জেলা জাকের কর্মী গুরুপের নেতা গোলাম নবী মাছুম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাকের কর্মী গুরুপের নেতা মোঃ রবিউল ইসলাম, খুলনা জেলা জাকের কর্মী গুরুপের নেতা শেখ মনিরুল হক ইউনিয়ন কর্মী গুরুপের নেতা মোঃ নুর খান, মোঃ ইমাদুল খান, মোঃ ইদ্রিস আলী শেখ প্রমুখ।