পবিত্র মহররম উপলক্ষে আঞ্জুমান-এ-পাঞ্জাতানী আয়োজিত শোক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুসারীরা বলেন, ইসলামকে রক্ষা করতে গিয়ে নবীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) যে আত্মত্যাগ করেছিলেন সেই মহান আত্মত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং বর্তমান বিশ্বের সকল মানুষের কাছে সত্য দ্বীনকে সঠিকভাবে তুলে ধরতে হবে তাহলেই ইমাম হোসাইন (আঃ)-এর মহান ত্যাগ সার্থকতা লাভ করবে। আলোচনা শেষে একটি শোক মিছিল পবিত্র শাহাদত স্মরণে আজ রবিবার ৬ জুলাই সকাল ১১ টায় নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমাম বাড়ি হতে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ইমাম বাড়িতে এসে শেষ হয়। এ শোক মিছিলে খুলনা ও অন্যান্য এলাকা থেকে আগত শিয়া মুসলমান নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন।