বাংলাদেশ পুলিশ বাহিনীর (অবঃ) সদস্য বীর মুক্তিযোদ্ধা গৌরচন্দ্র টিকাদারকে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার শরীরে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী নিবাসী মৃতঃ কালীপদ টিকাদার ও মাতা মৃতঃ বিনোদিনী টিকাদার’র পুত্র তিনি। গতকাল বুধবার সকাল ১০ টায় চক্রাখালী দক্ষিণপাড়া মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে উক্ত গার্ড অব অনার প্রদর্শন শেষে বেলা ১১ টায় জলমা-কচুবুনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে । তিনি গত মঙ্গলবার বিকালে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন ।