Dhaka 4:28 pm, Friday, 4 July 2025

ছাত্র জমিয়ত বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫

 

খুলনা মহানগর ও জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বুধবার বাইতুল নাজাত হাফিজিয়া মাদ্রাসা, হরিণটানায় বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। “দেশের বাতাস, দেশের মাটি — গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির চারা হাতে নেমে পড়েন সবুজায়নের মহান উদ্যোগে।

 

এই কর্মসূচির মাধ্যমে ছাত্র জমিয়তের তরুণ কর্মীরা জানান, ব্যক্তিগত ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সচেতনতা গড়ে তোলাও তাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে গাছ লাগানোর বিকল্প নেই বলে তারা মনে করেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগর ও জেলার বিভিন্ন মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্ব ও যত্নবিষয়ক সচেতনতামূলক আলোচনাও অনুষ্ঠিত হয়।

 

ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বলেন, এ উদ্যোগ একদিনে সীমাবদ্ধ নয়, বরং বছরের বিভিন্ন সময় জুড়েই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা প্রত্যাশা করেন, দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন।

 

সবশেষে তারা এ মহতী উদ্যোগে সহযোগিতার জন্য স্থানীয় জনগণ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

রূপসায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

ছাত্র জমিয়ত বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫

প্রকাশঃ 04:53:22 am, Thursday, 3 July 2025

 

খুলনা মহানগর ও জেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বুধবার বাইতুল নাজাত হাফিজিয়া মাদ্রাসা, হরিণটানায় বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। “দেশের বাতাস, দেশের মাটি — গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির চারা হাতে নেমে পড়েন সবুজায়নের মহান উদ্যোগে।

 

এই কর্মসূচির মাধ্যমে ছাত্র জমিয়তের তরুণ কর্মীরা জানান, ব্যক্তিগত ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সচেতনতা গড়ে তোলাও তাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে গাছ লাগানোর বিকল্প নেই বলে তারা মনে করেন।

 

বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগর ও জেলার বিভিন্ন মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্ব ও যত্নবিষয়ক সচেতনতামূলক আলোচনাও অনুষ্ঠিত হয়।

 

ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ বলেন, এ উদ্যোগ একদিনে সীমাবদ্ধ নয়, বরং বছরের বিভিন্ন সময় জুড়েই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা প্রত্যাশা করেন, দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন।

 

সবশেষে তারা এ মহতী উদ্যোগে সহযোগিতার জন্য স্থানীয় জনগণ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।