Dhaka 11:44 pm, Friday, 4 July 2025

এনবিআর’র শাটডাউনে খুলনার ব্যবসায়ীদের ক্ষোভ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শাটডাউনে মোংলা বন্দর, বেনাপোল বন্দর ও ভোমরা বন্দরসহ সারাদেশের বন্দরসমূহের কার্যক্রম বন্ধ হওয়ায় আমদানী-রপ্তানীর অচল অবস্থা সৃষ্টি হয়েছে। শত শত ট্রাক ও কন্টেইনার রপ্তানীযোগ্য পণ্য নিয়ে অপেক্ষমান রয়েছে এ সকল বন্দরে। এনবিআর কর্মকর্তাদের এই শাটডাউনে খুলনাসহ এই অঞ্চলের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় খুলনা চেম্বারের সভাকক্ষে খুলনা জেলার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের ক্ষতি না করার জন্য এনবিআর কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

ব্যবসায়ীরা বলেন, বিদেশি ক্রেতার নির্ধারিত সময়ের মধ্যে পণ্য গন্তব্যে পৌছানো সম্ভবপর না হওয়ায় চরম আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এতে করে বিদেশী ক্রেতারা অন্য দেশ থেকে একই পণ্য আমদানী করা শুরু করলে এ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের খাতগুলি বন্ধ হয়ে যাবে। কৃষকরা কাঁচামাল উৎপাদনে নিরুৎসাহীত হবেন এবং মিল-কলকারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। উপরন্তু ব্যাংক-বীমার উচ্চ সুদের হার গুণতে হবে ব্যবসায়ীদেরকে। এনবিআর কর্মকর্তাদের এই শাটডাউনে খুলনাসহ এই অঞ্চলের ব্যবসায়ীরা প্রশাসকের নিকট তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে টিকিয়ে রাখাসহ দেশের অর্থনৈতির চাকা সচল রাখতে এই অচলাবস্থার দ্রুত অবসান জরুরি বলে প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

এনবিআর’র শাটডাউনে খুলনার ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশঃ 04:31:06 am, Monday, 30 June 2025

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শাটডাউনে মোংলা বন্দর, বেনাপোল বন্দর ও ভোমরা বন্দরসহ সারাদেশের বন্দরসমূহের কার্যক্রম বন্ধ হওয়ায় আমদানী-রপ্তানীর অচল অবস্থা সৃষ্টি হয়েছে। শত শত ট্রাক ও কন্টেইনার রপ্তানীযোগ্য পণ্য নিয়ে অপেক্ষমান রয়েছে এ সকল বন্দরে। এনবিআর কর্মকর্তাদের এই শাটডাউনে খুলনাসহ এই অঞ্চলের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় খুলনা চেম্বারের সভাকক্ষে খুলনা জেলার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের ক্ষতি না করার জন্য এনবিআর কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।

ব্যবসায়ীরা বলেন, বিদেশি ক্রেতার নির্ধারিত সময়ের মধ্যে পণ্য গন্তব্যে পৌছানো সম্ভবপর না হওয়ায় চরম আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এতে করে বিদেশী ক্রেতারা অন্য দেশ থেকে একই পণ্য আমদানী করা শুরু করলে এ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের খাতগুলি বন্ধ হয়ে যাবে। কৃষকরা কাঁচামাল উৎপাদনে নিরুৎসাহীত হবেন এবং মিল-কলকারখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়বে। উপরন্তু ব্যাংক-বীমার উচ্চ সুদের হার গুণতে হবে ব্যবসায়ীদেরকে। এনবিআর কর্মকর্তাদের এই শাটডাউনে খুলনাসহ এই অঞ্চলের ব্যবসায়ীরা প্রশাসকের নিকট তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশকে টিকিয়ে রাখাসহ দেশের অর্থনৈতির চাকা সচল রাখতে এই অচলাবস্থার দ্রুত অবসান জরুরি বলে প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।