Dhaka 1:20 am, Saturday, 5 July 2025

টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেঃ মাওলানা আবুল কালাম আজাদ

 

অরবিন্দ কুমার মণ্ডল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা কয়রা। খুলনা জেলার দক্ষিণের এই উপকূলীয় অঞ্চলটি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ বিখ্যাত ম্যানগ্রোভ কয়রা উপজেলার কোল ঘেঁষে গড়ে ওঠেছে। এই অঞ্চলের মানুষের জীবন নানা প্রাকৃতিক দূর্যোগের শিকার। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্ফানের ফলে এই জনপদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। পূরানো দূর্বল বেড়িবাঁধগুলো প্রায় ভেঙে যায়, যার ফলে ঘরবাড়ি, ক্ষেত- খামার, ফসলের মাঠ, গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয় ও মানুষ বাস্তুচ্যুত হয়। এমতাবস্থায় একমাত্র টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি রবিবার (২৯ জুন ) বিকাল ৪ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কয়রা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোনায়েম বিল্লাহ, ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সাবেক ইউপি সদস্য নাজমুস সাদাত, শিক্ষক সুজিত কুমার রায়, নিরঞ্জন মন্ডল, তারাপদ মুন্ডা প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেঃ মাওলানা আবুল কালাম আজাদ

প্রকাশঃ 01:39:40 pm, Sunday, 29 June 2025

 

অরবিন্দ কুমার মণ্ডল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের ২য় বৃহত্তম উপজেলা কয়রা। খুলনা জেলার দক্ষিণের এই উপকূলীয় অঞ্চলটি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ বিখ্যাত ম্যানগ্রোভ কয়রা উপজেলার কোল ঘেঁষে গড়ে ওঠেছে। এই অঞ্চলের মানুষের জীবন নানা প্রাকৃতিক দূর্যোগের শিকার। বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, আইলা, আম্ফানের ফলে এই জনপদের জীবনযাত্রার মান মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। পূরানো দূর্বল বেড়িবাঁধগুলো প্রায় ভেঙে যায়, যার ফলে ঘরবাড়ি, ক্ষেত- খামার, ফসলের মাঠ, গবাদি পশু ক্ষতিগ্রস্থ হয় ও মানুষ বাস্তুচ্যুত হয়। এমতাবস্থায় একমাত্র টেকসই বেড়িবাঁধ কয়রার জনমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি রবিবার (২৯ জুন ) বিকাল ৪ টায় ৬নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কয়রা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ রজব আলী মল্লিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়নের জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কয়রা সদর ইউনিয়ন সেক্রেটারি প্রভাষক মোঃ নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ মোস্তাকিম বিল্লাহ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোনায়েম বিল্লাহ, ইউনিয়ন সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, সাবেক ইউপি সদস্য নাজমুস সাদাত, শিক্ষক সুজিত কুমার রায়, নিরঞ্জন মন্ডল, তারাপদ মুন্ডা প্রমুখ।