রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানী ৯নং ওয়ার্ডের উদ্যােগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সম্মেলন গতকাল শুক্রবার (২৭ জুন) বিকালে আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওঃ অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ রেজাউল করিম খান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোঃ জাহাঙ্গীর ফকির, জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন শাখার আমির অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, সেক্রেটারি মোঃ গোলাম রসূল। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মো: হিদায়েতুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আফজাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম খলিল ফারুকী, মাওঃ আবদুল গফ্ফার, আবুল বাশার, মিজানুর রহমান, তামিম বাদশা, আফজাল হোসেন, আক্তার হোসেন, রফিকুল ইসলাম, শাফিয়ার রহমান, মাওঃ আব্দুল্লাহ, মিজানুর রহমান, কাশেম প্রমুখ।