Dhaka 2:19 am, Sunday, 6 July 2025

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

 

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির চতুর্থ কোয়ার্টারের সভা আজ (বুধবার) দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল-এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এটি আমাদের কোমলমতি সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অভিভাবকদের উচিত বেশি করে সন্তানদের সময় দেওয়া, শিশুরা যেন ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা, ভালো ভালো বই উপহার দেওয়াসহ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পজেটিভ ধারণা দেওয়া। তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। উঠান বৈঠকে বাল্যবিবাহের সমস্যা ও আইনগত দিকসমূহ তুলে ধরতে হবে। এমনকি ছোট ছোট ভিডিওর মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। অভিভাবকদের মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে, যেন তাদের সন্তানেরা পড়াশুনা শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারে। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, খুলনা জেলার পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা প্রশাসকদের বাল্যবিবাহ রোধ করার বিষয়ে প্রচার জোরদার করতে হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ 02:21:05 pm, Wednesday, 25 June 2025

 

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির চতুর্থ কোয়ার্টারের সভা আজ (বুধবার) দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল-এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি। এটি আমাদের কোমলমতি সন্তানদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। এ থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। শিশুর মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে অভিভাবকদের উচিত বেশি করে সন্তানদের সময় দেওয়া, শিশুরা যেন ডিজিটাল ডিভাইসে আসক্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখা, ভালো ভালো বই উপহার দেওয়াসহ শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে পজেটিভ ধারণা দেওয়া। তিনি বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক করতে হবে। উঠান বৈঠকে বাল্যবিবাহের সমস্যা ও আইনগত দিকসমূহ তুলে ধরতে হবে। এমনকি ছোট ছোট ভিডিওর মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। অভিভাবকদের মানসিক চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে, যেন তাদের সন্তানেরা পড়াশুনা শেষ করে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারে। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, খুলনা জেলার পাশাপাশি খুলনা বিভাগের অন্যান্য জেলা প্রশাসকদের বাল্যবিবাহ রোধ করার বিষয়ে প্রচার জোরদার করতে হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যরা অংশ নেন।