সাংবাদিক মামুন রেজা আজ শুক্রবার (২০ মে) রাত পৌনে ১০টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
আজ শুক্রবার রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এরপর মরহুমের মরদেহ নিজ গ্রাম দিঘলিয়ার ব্রগাতী গ্রামে নিয়ে যাওয়া হবে।
চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায় খুলনার নিউজ পোর্টাল দেশের তথ্য পরিবার ও দেশের তথ্য এর সম্পাদক শিশির রঞ্জন মল্লিক।