Dhaka 2:16 pm, Saturday, 5 July 2025

১০০ কেজি গাজা সহ গ্রেফতার ১

১০০ কেজি গাঁজা সহ ১২ টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

১৯/০৬/২০২৫ তারিখ বিকালে র‍্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। যশোর ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি ১। মোঃ মিন্টু গাজী (৪৮)’কে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতর অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রংয়ের ছাপা গজ কাপড়ে ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো ১০০ (একশত), কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। আসামি মোঃ মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।

 

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

১০০ কেজি গাজা সহ গ্রেফতার ১

প্রকাশঃ 05:52:56 pm, Thursday, 19 June 2025

১০০ কেজি গাঁজা সহ ১২ টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

১৯/০৬/২০২৫ তারিখ বিকালে র‍্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। যশোর ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি ১। মোঃ মিন্টু গাজী (৪৮)’কে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতর অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রংয়ের ছাপা গজ কাপড়ে ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো ১০০ (একশত), কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। আসামি মোঃ মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।

 

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।