রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির আহবায়ক মোঃ খায়ের লস্কর ও সদস্য সচিব বিধান পোদ্দার কে মনোনিত করায় জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঘাটভোগ ইউনিয়ন জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নবগঠিত কৃষক দলের নেতৃবৃন্দকে সম্বর্ধনা প্রদান করেন জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুর রহমান মিন্টু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খোকন, বিএনপি নেতা শ ম হাসিবুর রহমান, আনোয়ার হোসেন লস্কর, আলামিন লস্কর, আলমগীর লস্কর, যুবদল নেতা মনির আহম্মেদ লস্কর, দাউদ শেখ, এরশাদ শেখ, মুরছালিন ইসলাম রনি, আসলাম লস্কর, কৃষক দলের নেতা বাবুল লস্কর, সাইফুল্লাহ লস্কর, আঃ মজিদ ফকির,
ওহিদ লস্কর, উসমান লস্কর, ফরহাদ মোল্লা, রুমাত লস্কর, আবুল কাসেম লস্কর, শফিক লস্কর, আবুল হোসেন লস্কর, মিরাজ লস্কর, লাভলু লস্কর, মাহমুদ লস্কর, মেহেদী লস্কর, রাজু লস্কর, আজিম মোল্লা, কাদের শিকদার, লিটন শিকদার, তানভীর হাসান, দিদার লস্কর, টিটো লস্কর প্রমুখ। বাংলাদেশ জাতীতাবাদী কৃষক দলের রূপসা উপজেলা শাখা গতকাল ২৭ ফেব্রুয়ারী উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ শাহ আলম ভুইয়া ও সদস্য সচিব মোঃ সোহাগ শিকদার ১৫ সদস্যে বিশিষ্ট কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেছে।