কয়রায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি মেলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পাথওয়েজ টু প্রোসপারিটি ফর এক্সট্রিম লি পুওর পিপল ইউরোপিয়ান ইউনিয়ন ( পিপিইপিপি-ইইউ) প্রকল্প এবং পিকেএস এবং এর অর্থায়নে ও সহযোগীতায় সামাজিক উন্নয়ন কেন্দ্র (কিশোরী) এর উদ্যোগে পুষ্টি মেলা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কয়রা প্রকল্প ইউনিটের শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ খানের সভাপতিত্বে ও এটিও (পুষ্টি) ডাঃ মোঃ দেলোয়ার হোসেন এবং ডাঃ শফিউল্লাহ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম আবু বকর সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মোঃ রাকিব হাসান, সহকারী প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, টেনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) মোঃ আরমান আলী শেখ, প্রোগ্রাম অফিসার ( লাইভলিহুড) মোঃ তানভীর আহম্মেদ, সহকারী শিক্ষক প্রান কৃষ্ণ মন্ডল, মোস্তফা ফজলুল হক, সৌমেন্দ্র নাথ অধিকারী, মনোরঞ্জন গায়েন, শ্রাবন্তী অধিকারী, কৃষ্ণা দাস, মুর্শিদা আক্তার লিপি প্রমুখ।
এছাড়া ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান পরিচালনা করেন কয়রা শাকবাড়ীয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ( স্কাউট) অরবিন্দ কুমার মণ্ডল ও মোঃ হাফিজুর রহমান। ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের সিএন এইচপি সুমঙ্গল কুণ্ডু ও শামসুন্নাহার সুমি, কয়রা প্রকল্প ইউনিটের স্বাস্থ্যকর্মী রুবিয়া সুলতানা, তপতি মন্ডল, হিমা মন্ডল, বিভা গাইন ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।