রূপসা উপজেলার পুটিমারী গ্রামের আলহাজ্ব আফজাল হোসেন খান (মাস্টার ৯০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । গতকাল দুপুরে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, তিন কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানাযায় গত ২০ ফেব্রুয়ারী একটি মটর সাইকেল হাজি সাহেবকে ধাক্কা দিলে তিনি দুর্ঘটনার শীকার হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ২৩ ফেব্রুয়ারী দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। তিনি একজন সৎ ও বিনয়ী মানুষ ছিলেন। কর্মজীবনে তিনি সাবেক সরকারি কর্মকর্তা (ইউপি সচীব) ও অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। গতকাল রাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজা নাজাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবীর শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ মিকাঈল বিশ্বাস, যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম খোকন, শ ম হাসিবুর রহমান, নাসিরুদ্দিন শেখ, আঃ জলিল লস্কর, মাওলানা জামশেদ হুসাইন, মাওলানা মোঃ জালালুদ্দিন, মাওলানা মোঃ জামাল উদ্দিন, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ মফিজুর রহমান, হাফেজ মোঃ মুছা কালিমুল্লাহ, মাওলানা আবু সালেহ লস্কর, মুছা লস্কর ফ ম জয়নাল আবেদীনসহ সামাজিক ও রাজনৈতিক দলের অসংখ্যা নেতৃবৃন্দ।