পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে পাইকগাছার কানাখালী ফুটবল একাদশকে হারিয়ে কয়রা চান্নিরচক একাদশ জয়লাভ করেছে।
মঙ্গলবার বিকালে বগুড়ার চক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ।পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের ছাত্রদল, যুবদল,কৃষকদল কতৃক আয়োজিত এ খেলার পুরস্কার বিতারণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আব্দুল মান্নান গাইন সাবেক সাধারণ সম্পাদক ৯ নং ওয়ার্ড গড়ইখালী ইউনিয়ন বিএনপি।বিশেষ অতিথি তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, এড.সাইফুদ্দিন সুমন, মিজান জোয়াদ্দার, মফিজুল ইসলাম টাকু।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা হুরায়রা বাদশা, বিএম আকিজ উদ্দিন, মনিরুজ্জামান মনি, শহিদুর রহমান শহীদ,রাসেল হুসাইন, আবু হানিফ মিলন, তৈয়ুবুর রহমান, বাহারুল ইসলাম, চায়েব আলী সানা,গাজী মিজান, নাসির,শাহ আলম,জয়নাল হোসেন, হুসাইন, ফরিদুল,জুয়েল রানা, বাচ্চু,কাদের প্রমুখ।