বিশ্ব পরিবেশ দিবসে খুলনায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামানের উদ্যোগে খুলনায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) দিনব্যাপী খালিশপুর ইদগাহ ময়দান, বায়তুল ফালাহ মাদ্রাসা, হাউজিং ৩ তলা এবং চরেরহাট এলাকায় প্রায় ২০০টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত বৃক্ষের মধ্যে ছিল মেহগনি, মালটা, আমড়া, সেগুন ও নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইয়াসি, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান সোহানসহ জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ গঠনে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি পেলে একটি সচেতন ও পরিবেশবান্ধবসমাজ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলেও এটি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।