Dhaka 1:31 pm, Sunday, 6 July 2025

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে, ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে। এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মাঠে সামিয়ানা টানানো, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা কাজে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

প্রধান জামাতের আয়োজন নিয়ে খুলনা জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্কিট হাউস মাঠে একসঙ্গে অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ঈদের প্রধান জামাত একই সময়ে, সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে একটি সকাল ৮টা ৩০ মিনিটে এবং অপরটি সকাল ১০টায়। সকাল ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে স্থানীয় পর্যায়ে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা ও মহানগর মিলে এবার প্রায় ৭০০টিরও বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, ‘সার্কিট হাউস মাঠে ঈদের নামাজের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় ইমাম হোসাইন (আঃ)’র পবিত্র আশুরা পালিত

খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

প্রকাশঃ 09:19:45 am, Thursday, 5 June 2025

খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস মাঠে, ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে। এ উপলক্ষে এরই মধ্যে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মাঠে সামিয়ানা টানানো, সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা কাজে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

প্রধান জামাতের আয়োজন নিয়ে খুলনা জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সার্কিট হাউস মাঠে একসঙ্গে অর্ধলক্ষাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে ঈদের প্রধান জামাত একই সময়ে, সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়া খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে একটি সকাল ৮টা ৩০ মিনিটে এবং অপরটি সকাল ১০টায়। সকাল ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে স্থানীয় পর্যায়ে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে জেলার প্রতিটি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদের জামাতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা জেলা ও মহানগর মিলে এবার প্রায় ৭০০টিরও বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, ‘সার্কিট হাউস মাঠে ঈদের নামাজের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’