নগরীর খুলনা সদর থানাধীন মতিয়াখালী সুইচ গেট খালের মাথায় অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা জানান, সকাল ৮ টার দিকে একটি মরদেহ খালের পানিতে ভেসে যাওয়ার সময়ে একটি গাছের ডালে আটকে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখে খুলনা সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ, ডিবি, সিটিএসবি ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি অবগত করেন। পরবর্তীতে নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।
মরদেহের উপরিভাগে কোন কিছু ছিল না। তবে নিচের অংশ একটি কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মরদেহটি কয়েকদিন আগের হবে। তাছাড়া একাধিক অংশের চামড়া পচে শরীর থেকে খুলে গিয়েছে বলে স্থানীয়রা আরও জানান।
নৌ পুলিশ ফাড়ি রুপসার ইনচার্জ
ইন্সপেক্টর আবুল খায়ের শেখ বলেন, খুলনা সদর থানা থেকে সকাল সাড়ে ৯ টায় খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের নৌ পুলিশের টিম আধা ঘণ্টার ভিতর উদ্ধার কাজ সম্পন্ন করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ টার দিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত লাশ টিকে শনাক্ত করা সম্ভব হয়নি।