ঘটনার পর্যালচনায় জানা যায়, মামলার বাদী ও আসামিরা প্রতিবেশি এবং পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে ১৯ মে ২০২৫ আনুমানিক রাত ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্যান্য আসামীদের সহায়তায় ১নং আসামি চাকু দিয়ে শিপন শেখ, মিজান শেখ ও হাসান শেখকে আঘাত করে। পরবর্তীতে আহতদের মাগুরা হাসপাতালে নেওয়া হলে হাসান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং বাকি দুইজনকে ঢাকায় পাঠানো হয়। পরে সেদিন রাত ১০টা ৪০ মিনিটে শিপন শেখও মৃত্যুবরণ করেন। এরপর ভিকটিম হাসান শেখের মা মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং র্যাব-৬ আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ০৪ জুন ২০২৫ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় র্যাব-৬, ঝিনাইদহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম শিপন শেখ ও হাসান শেখদ্বয়ের জোড়া হত্যা মামলার ০২ নং আসামি ১। আলম মোল্যা (৫৫), পিতা- মৃত সামাদ মোল্যা, সাং- আলোকদিয়া, থানা- মাগুরা সদর, জেলা-মাগুরাকে মাগুরা জেলার সদর থানার আলমখালী বাজার এলাকা হতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায়