প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল ঢাকার থেকে প্রকাশিত দৈনিক লাখো কন্ঠ পত্রিকায় “বটিয়াঘাটা ভূমি অফিসের প্রধান সহকারী ও সার্ভেয়ারদের ঘুষ গ্রহণের মহোৎসব “শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিতে এসেছে। সংবাদটির বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোনিত। এক শ্রেণীর স্বার্থনেশিরা উদ্যােশ্যমূলক, সংবাদ প্রধান সহকারী আজিজ এবং সার্ভেয়ার মাহতাব, মোহাম্মদ ইব্রাহিম, জমির মালিক ও সেবা গ্রহীতাদের কাছে প্রকাশ্যে ঘুষ প্রস্তাব দেয় কথাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমাদের পক্ষ থেকে কোন সেবা গ্রহীতাকে এ ধরনের প্রস্তাব দেয়া হয় না ।
প্রতিবেদনের বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিত। উপজেলা ভূমি অফিসের সকল কার্যক্রম নিয়মমাফিক হয়ে থাকে। এখানে ঘুষ বাণিজ্যের কোন সুযোগ নেই। প্রকাশিত সংবাদটি আমাদের জড়িয়ে যে অভিযোগ দেয়া হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ আজিজ (প্রধান সহকারী)
মোঃ মাহতাব (সার্ভেয়ার),
মোহাম্মদ ইব্রাহিম (সার্ভেয়ার)