Dhaka 12:01 am, Sunday, 11 May 2025

ভারতের যে ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে ৯ মে থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সব ধরনের বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু ‘অপারেশনাল কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

এ সময় এই বিমানবন্দরগুলো থেকে কোনো যাত্রীবাহী বা সাধারণ ফ্লাইট চলবে না। এ ছাড়া দিল্লি ও মুম্বাই এলাকার আকাশপথে ২৫টি রুটেও ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আধমপুর, আম্বালা, অমৃতসর, আওয়ান্তিপুর, বাথিন্দা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমের, জম্মু, জামনগর, জোধপুর, কাণ্ডলা, কাংড়া (গগ্গল), কেশোড, কিশনগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে, ও উত্তরলাই।

দিল্লি ও মুম্বাই এলাকার (২৫টি রুটে বিমান চলাচল বন্ধ থাকবে ১৪ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত, যা ভারতের সময় অনুযায়ী ১৫ মে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে এই সাময়িক নিষেধাজ্ঞাগুলো পরিচালিত হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভোগান্তি কমানো যায়।

এয়ারলাইনগুলোকে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে দলে দলে আসছে বিএনপির নেতাকর্মী

ভারতের যে ৩২ বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

প্রকাশঃ 06:06:04 am, Saturday, 10 May 2025
ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দরে ৯ মে থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত সব ধরনের বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিছু ‘অপারেশনাল কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া।

এ সময় এই বিমানবন্দরগুলো থেকে কোনো যাত্রীবাহী বা সাধারণ ফ্লাইট চলবে না। এ ছাড়া দিল্লি ও মুম্বাই এলাকার আকাশপথে ২৫টি রুটেও ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আধমপুর, আম্বালা, অমৃতসর, আওয়ান্তিপুর, বাথিন্দা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্ডন, জয়সলমের, জম্মু, জামনগর, জোধপুর, কাণ্ডলা, কাংড়া (গগ্গল), কেশোড, কিশনগড়, কুল্লু মানালি (ভুন্টার), লেহ, লুধিয়ানা, মুন্দরা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট (হিরাসার), সরসাওয়া, শিমলা, শ্রীনগর, থোইসে, ও উত্তরলাই।

দিল্লি ও মুম্বাই এলাকার (২৫টি রুটে বিমান চলাচল বন্ধ থাকবে ১৪ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত, যা ভারতের সময় অনুযায়ী ১৫ মে ভোর ৫ টা ২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় করে এই সাময়িক নিষেধাজ্ঞাগুলো পরিচালিত হচ্ছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যাত্রীদের ভোগান্তি কমানো যায়।

এয়ারলাইনগুলোকে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।