Dhaka 5:44 pm, Friday, 9 May 2025

পালিয়ে ক্লান্ত খুনের আসামি, থানায় আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. ইমন নামের এক খুনের আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। খুন করে পালানোর পর থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।

আসামি মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার আকবর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ইমন একটি হত্যা মামলার আসামি। ২০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যা করে পালিয়ে যান তিনি। এরপর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।

তিনি বলেন, ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। পরে টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে সত্যতা পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, খুলনার আঞ্চলিক পত্রিকা অফিসে অগ্নিসংযোগ

পালিয়ে ক্লান্ত খুনের আসামি, থানায় আত্মসমর্পণ

প্রকাশঃ 09:25:59 am, Thursday, 8 May 2025
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. ইমন নামের এক খুনের আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। খুন করে পালানোর পর থেকে ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।

আসামি মো. ইমন (২০) গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএনটি এলাকার আকবর আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, ইমন একটি হত্যা মামলার আসামি। ২০ এপ্রিল টঙ্গী পূর্ব থানা এলাকায় হত্যা করে পালিয়ে যান তিনি। এরপর থেকে ট্রেনে করে ইমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।

তিনি বলেন, ট্রেনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যান ইমন। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। পরে টঙ্গী পূর্ব থানায় যোগাযোগ করে সত্যতা পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।