দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব¡পূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (০৫-০৫-২০২৫) দিবাগত রাতে ভোলা জেলার পরানগঞ্জ বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ০৬টি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। এ অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
শিরোনামঃ
ভোলায় নৌবাহিনীর অভিযানে দেশীয় পাইপগান উদ্ধার
-
দেশের তথ্য ডেস্ক
- প্রকাশঃ 02:31:03 pm, Tuesday, 6 May 2025
- 6
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ