Dhaka 3:06 pm, Tuesday, 6 May 2025

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনার পর ওই মহাসড়ক অবরোধ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। ঘটনার পর সকাল সাড়ে আটটার দিকে সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এদিকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।

গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ, সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশঃ 05:44:30 am, Tuesday, 6 May 2025
গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনার পর ওই মহাসড়ক অবরোধ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি ট্রাকচাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। ঘটনার পর সকাল সাড়ে আটটার দিকে সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের‌ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এদিকে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও পথচারীরা।

গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ, সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।