বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনার রুপসা থানাধীন বাগমারা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১ জন ব্যক্তিকে তল্লাশী করত ২০৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ মনিরুল ইসলাম (৩৫) খুলনা জেলার রুপসা থানার বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রুপসা থানায় হস্তান্তর করা হয়।