Dhaka 6:05 pm, Monday, 5 May 2025

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প

বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ‘দ্রুত ধ্বংসের পথে’ এগোচ্ছে এবং তা ঠেকাতেই এ পদক্ষেপ। তার এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

ট্রাম্প বলেন, বিদেশি স্টুডিওগুলো নানা রকম প্রণোদনা পাচ্ছে, যা মার্কিন শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি।

এরই মধ্যে ট্রাম্প তিন হলিউড তারকা—জন ভোইট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, যাদের কাজ হলো হলিউডকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করা।

চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রডপ্রো জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র খাতে বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে।

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এরই মধ্যে চলচ্চিত্র খাতেও প্রভাব ফেলেছে। বেইজিং আমেরিকান সিনেমার আমদানি কোটা কমিয়েছে। চীন বলছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।

চীনের পণ্যে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হতে পারে, যার পাল্টা জবাবে চীনও ১২৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, জুলাইয়ের আগে কিছু শুল্ক স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে কিছু শুল্ক কমানো হতে পারে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

সিপিপি পুনর্গঠন না করেই চলছে বিতর্কিত কার্যক্রম, প্রশ্ন তুলছেন স্থানীয়রা

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ঝড় তুললেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশঃ 06:00:00 am, Monday, 5 May 2025
বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ‘দ্রুত ধ্বংসের পথে’ এগোচ্ছে এবং তা ঠেকাতেই এ পদক্ষেপ। তার এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

ট্রাম্প বলেন, বিদেশি স্টুডিওগুলো নানা রকম প্রণোদনা পাচ্ছে, যা মার্কিন শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি।

এরই মধ্যে ট্রাম্প তিন হলিউড তারকা—জন ভোইট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, যাদের কাজ হলো হলিউডকে বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করা।

চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রডপ্রো জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র খাতে বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে।

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এরই মধ্যে চলচ্চিত্র খাতেও প্রভাব ফেলেছে। বেইজিং আমেরিকান সিনেমার আমদানি কোটা কমিয়েছে। চীন বলছে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।

চীনের পণ্যে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হতে পারে, যার পাল্টা জবাবে চীনও ১২৫ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, জুলাইয়ের আগে কিছু শুল্ক স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে কিছু শুল্ক কমানো হতে পারে।