সোমবার (৫ মে) হাতিরঝিল এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান। ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষে রাজউকের নিয়মিত পদক্ষেপের অংশ হিসেবে এ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি হাতিরঝিল এলাকার বাউন্ডারি ওয়ালের সঙ্গে ফুটপাত এবং ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন কাজের জন্য রাখা বালু ও বালু ভর্তি বস্তার স্তূপ অপসারণের নির্দেশ দেন। এর আগে এগুলো অপসারণের জন্য সিটি করপোরেশনকে জানানো হলেও তা এখনো অপসারণ হয়নি। রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
একইসঙ্গে হাতিরঝিল এলাকায় উলটো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে সঠিক পথে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। নয়তো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। হাতিরঝিল এলাকায় অবস্থিত পার্ক সমূহে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।