খুলনা জেলার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রীদের স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় সোয়াপ্রোটিন বিস্কুট বিতরণ কার্যক্রমের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম, খুলনা জেলা ত্রাণ পূনর্বাসন অফিসার মোঃ আব্দুল করিম ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক অফিসার শরীফ শাহআলম। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা সহকারী প্রাথমিক অফিসার মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মোঃ এবাদুল হক, মোঃ ইউনুস আলী, এস্কেন্দার আলী প্রমুখ।