Dhaka 8:09 am, Tuesday, 20 May 2025

চালের দাম কমে যাচ্ছে : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে।

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আলী ইমাম বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্যমূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।

দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে মাত্র ১০ লাখ টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

চালের দাম কমে যাচ্ছে : খাদ্য উপদেষ্টা

প্রকাশঃ 10:33:20 am, Saturday, 3 May 2025
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ বছর আশাতীত বোরো ফসল উৎপাদন হয়েছে। আমার মনে হয়, চালের দাম কমে যাচ্ছে, সহনশীল হয়ে আসছে।

শনিবার (৩ মে) সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আলী ইমাম বলেন, চালের দাম একেবারে পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষকদের ন্যায্যমূল্য পেতে হবে। কৃষকদের দিকটা বিবেচনায় রাখতে হবে। সুতরাং চালের দাম কমে আসলে আটার দামও কমে আসবে।

দেশে গমের চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে প্রতি বছর গমের চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে মাত্র ১০ লাখ টন উৎপাদিত হয়। বাকি ৬০ লাখ টন গম আমদানি করতে হয়। যার বেশিরভাগই বেসরকারিভাবে আমদানি করা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড চালু করা হবে। এতে প্রকৃত উপকারভোগীরাই সরকারি সুবিধা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।