Dhaka 7:17 pm, Saturday, 5 July 2025

নগরীতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে”গ্রেফতার ১৮

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। মহানগরী এলাকায় ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অভিযানে ১) মোঃ রানা চৌধুরী (৩৯), পিতা-মৃত: ফজলুল করিম চৌধুরী, সাং-গাইকুড় ঝাউতলা, থানা-আড়ংঘাটা, ২) রফিকুল ইসলাম পলাশ (৪০), পিতা-দেলোয়ার হোসেন, সাং-বাগমারা, থানা-খুলনা সদর, ৩) বেল্লাল হোসেন (৬০), পিতা-মৃত: খলিল হোসেন, সাং-হাজী মহাসিন রোড, থানা-খুলনা, ৪) হাবিবুবর রহমান মিনা (৭৫), পিতা-মৃত: আঃ কুদ্দুস মিয়া, সাং-মিয়াপাড়া, থানা-খুলনা, ৫) লতিফুন্নেছা (৬৫), স্বামী-মোঃ হাবিবুর রহমান মিয়া, সাং-মিয়াপাড়া, থানা-খুলনা, ৬) মোঃ রেজাউল করিম, পিতা-কসাই কালাম, সাং-রুপসা, থানা-খুলনা সদর, ৭) মোঃ রফিক (৩৮), পিতার নাম: আবুল বাশার, সাং-বানিয়াখামার, থানা-খুলনা সদর, ৮) নারায়ন চন্দ্র সরকার (৬০), পিতা-মৃত: লরবিন্দু সরদার, সাং-সাচিবুনিয়া সরদার বাড়ি, থানা-লবণচরা, ৯) শেখ আরিফউল্লাহ (৬০), পিতা-মৃত: শেখ জালাল, মাতা-মৃত: সালেহা বেগম, সাং-বয়রা বাজার, থানা-সোনাডাঙ্গা মডেল, ১০) মোঃ এস. এম. পান্না সরদার (৩৭) পিতা-মৃত: জলিল সরদার, সাং-শেখপাড়া লোহাপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল, ১১)
মোঃ সোহাগ ফরাজী (৩২), পিতা-আলাউদ্দিন ফরাজী, সাং-আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর, ১২) মোঃ শুকুর আলী (২৬), পিতা-আমির আলী, সাং-আঞ্জুমান রোড, আমওলা, থানা-দৌলতপুর, ১৩) মারুফ আহম্মেদ সুজন (২২), পিতা-মোঃ রুস্তুম আলী, সাং মোহাম্মদনগর তকিম সড়ক, থানা-লবণচরা, ১৪) মেঃ সোহাগ শেখ (৪২), পিতা-মোঃ শেখ বজলুর রহমান, সাং-গাইকুড়, খানা- আড়ংঘাটা, ১৫) শেখ সামছুর রহমান (৫০), পিতা-মৃত: শেখ নেসার উদ্দিন, সাং-শিরোমণি পশ্চিম পাড়া, খানা-খানজাহান আলী, ১৬) মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩), পিতা-মোঃ ইদ্রিস, সাং-নিউজপ্রিন্ট গেট, থানা-খালিশপুর, ১৭) মরিয়ম বেগম (৫২), স্বামী-মৃত: ওয়াজেদ আলী, সাং-পিপলস কলোনী, থানা-খালিশপুর এবং ১৮) সোহাগ দেওয়ান (৪১), পিতা-মোঃ নাসির উদ্দীন দেওয়ান, সাং-কাগজীপাড়া, থানা-মুন্সিগঞ্জ জেলা-মুন্সিগঞ্জ, এ/পি সাং-আলতাপগোল লেন, খানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

নগরীতে “অপারেশন ডেভিল হান্ট অভিযানে”গ্রেফতার ১৮

প্রকাশঃ 01:10:46 pm, Friday, 14 February 2025

খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে। মহানগরী এলাকায় ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অভিযানে ১) মোঃ রানা চৌধুরী (৩৯), পিতা-মৃত: ফজলুল করিম চৌধুরী, সাং-গাইকুড় ঝাউতলা, থানা-আড়ংঘাটা, ২) রফিকুল ইসলাম পলাশ (৪০), পিতা-দেলোয়ার হোসেন, সাং-বাগমারা, থানা-খুলনা সদর, ৩) বেল্লাল হোসেন (৬০), পিতা-মৃত: খলিল হোসেন, সাং-হাজী মহাসিন রোড, থানা-খুলনা, ৪) হাবিবুবর রহমান মিনা (৭৫), পিতা-মৃত: আঃ কুদ্দুস মিয়া, সাং-মিয়াপাড়া, থানা-খুলনা, ৫) লতিফুন্নেছা (৬৫), স্বামী-মোঃ হাবিবুর রহমান মিয়া, সাং-মিয়াপাড়া, থানা-খুলনা, ৬) মোঃ রেজাউল করিম, পিতা-কসাই কালাম, সাং-রুপসা, থানা-খুলনা সদর, ৭) মোঃ রফিক (৩৮), পিতার নাম: আবুল বাশার, সাং-বানিয়াখামার, থানা-খুলনা সদর, ৮) নারায়ন চন্দ্র সরকার (৬০), পিতা-মৃত: লরবিন্দু সরদার, সাং-সাচিবুনিয়া সরদার বাড়ি, থানা-লবণচরা, ৯) শেখ আরিফউল্লাহ (৬০), পিতা-মৃত: শেখ জালাল, মাতা-মৃত: সালেহা বেগম, সাং-বয়রা বাজার, থানা-সোনাডাঙ্গা মডেল, ১০) মোঃ এস. এম. পান্না সরদার (৩৭) পিতা-মৃত: জলিল সরদার, সাং-শেখপাড়া লোহাপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল, ১১)
মোঃ সোহাগ ফরাজী (৩২), পিতা-আলাউদ্দিন ফরাজী, সাং-আঞ্জুমান রোড, থানা-দৌলতপুর, ১২) মোঃ শুকুর আলী (২৬), পিতা-আমির আলী, সাং-আঞ্জুমান রোড, আমওলা, থানা-দৌলতপুর, ১৩) মারুফ আহম্মেদ সুজন (২২), পিতা-মোঃ রুস্তুম আলী, সাং মোহাম্মদনগর তকিম সড়ক, থানা-লবণচরা, ১৪) মেঃ সোহাগ শেখ (৪২), পিতা-মোঃ শেখ বজলুর রহমান, সাং-গাইকুড়, খানা- আড়ংঘাটা, ১৫) শেখ সামছুর রহমান (৫০), পিতা-মৃত: শেখ নেসার উদ্দিন, সাং-শিরোমণি পশ্চিম পাড়া, খানা-খানজাহান আলী, ১৬) মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩), পিতা-মোঃ ইদ্রিস, সাং-নিউজপ্রিন্ট গেট, থানা-খালিশপুর, ১৭) মরিয়ম বেগম (৫২), স্বামী-মৃত: ওয়াজেদ আলী, সাং-পিপলস কলোনী, থানা-খালিশপুর এবং ১৮) সোহাগ দেওয়ান (৪১), পিতা-মোঃ নাসির উদ্দীন দেওয়ান, সাং-কাগজীপাড়া, থানা-মুন্সিগঞ্জ জেলা-মুন্সিগঞ্জ, এ/পি সাং-আলতাপগোল লেন, খানা-খুলনা সদর, খুলনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।