Dhaka 4:43 pm, Friday, 9 May 2025

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের

দেশে আন্তর্জাতিক মানের পেমেন্ট গেটওয়ে না থাকায় নানমুখী প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের পেশাজীবীরা। এসব সমস্যার সমাধানে দ্রুতই আন্তর্জাতিক লেনদেনে জনপ্রিয় সেবা পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবিতে সরব হয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা কাজ করছেন, যারা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সেবাদানকারী প্ল্যাটফর্মের অনুপস্থিতি তাদের কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রিমোট কাজের সুযোগ বাড়লেও বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্টের সহজলভ্যতা না থাকায় আমাদের তরুণরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এ সময় তারা দ্রুততম সময়ে বাংলাদেশে পেপাল, ওয়াইজ এবং স্ট্রাইপ চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান।

আয়োজকরা জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গতি ত্বরান্বিত করতে এবং আইটি খাতের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজপ্রাপ্যতা সময়ের দাবি। এই দাবির যৌক্তিকতা তুলে ধরে তারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট এমরাজিনা ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিফ, রাসেল খন্দকার ও সাজিদ ইসলাম প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, খুলনার আঞ্চলিক পত্রিকা অফিসে অগ্নিসংযোগ

বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালুর দাবি ফ্রিল্যান্সারদের

প্রকাশঃ 10:58:23 am, Tuesday, 29 April 2025
দেশে আন্তর্জাতিক মানের পেমেন্ট গেটওয়ে না থাকায় নানমুখী প্রতিবন্ধকতার মুখে পড়েছেন বাংলাদেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের পেশাজীবীরা। এসব সমস্যার সমাধানে দ্রুতই আন্তর্জাতিক লেনদেনে জনপ্রিয় সেবা পেপাল, ওয়াইজ ও স্ট্রাইপ চালুর দাবিতে সরব হয়েছেন তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা কাজ করছেন, যারা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সেবাদানকারী প্ল্যাটফর্মের অনুপস্থিতি তাদের কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রিমোট কাজের সুযোগ বাড়লেও বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্টের সহজলভ্যতা না থাকায় আমাদের তরুণরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এ সময় তারা দ্রুততম সময়ে বাংলাদেশে পেপাল, ওয়াইজ এবং স্ট্রাইপ চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান।

আয়োজকরা জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির গতি ত্বরান্বিত করতে এবং আইটি খাতের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সহজপ্রাপ্যতা সময়ের দাবি। এই দাবির যৌক্তিকতা তুলে ধরে তারা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট এমরাজিনা ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিফ, রাসেল খন্দকার ও সাজিদ ইসলাম প্রমুখ।