মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ও আইটি প্রফেশনাল কমিউনিটি’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি সক্রিয় ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা কাজ করছেন, যারা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে আন্তর্জাতিক অর্থ লেনদেনের সেবাদানকারী প্ল্যাটফর্মের অনুপস্থিতি তাদের কাজে বড় ধরনের বাধা সৃষ্টি করছে।
বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রিমোট কাজের সুযোগ বাড়লেও বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্টের সহজলভ্যতা না থাকায় আমাদের তরুণরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। এ সময় তারা দ্রুততম সময়ে বাংলাদেশে পেপাল, ওয়াইজ এবং স্ট্রাইপ চালুর জন্য সরকারের নীতিনির্ধারকদের কাছে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট এমরাজিনা ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম ওসমান শাকিল, গোলাম কামরুজ্জামান, আতিকুর রহমান, সুমন সাহা, মিনহাজুল আসিফ, রাসেল খন্দকার ও সাজিদ ইসলাম প্রমুখ।