খুলনা জেলায় ভাল স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রথমবারের মতো শ্রেষ্ঠ স্বাস্থ্য কমপ্লেক্স নির্বাচিত হয়েছে উপকূলীয় জনপদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
১১ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টায় খুলনা নগরীর আভা সেন্টারে ডিভিশনাল স্যাম ফ্যাসিলিটি ওয়ার্কশপে মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশু বাচ্চাদের চিকিৎসা ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় কযরাকে সেরা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মঞ্জুরুল মোরশেদ । এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা পেয়েছি। এটা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য কমপ্লেক্সের সকলেই মিলে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, গাইনী ডাক্তার বদলী হয়ে সিজারিয়ান ডেলিভারী আপাতত না হওয়ায় আরেকজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তার আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি হাসপাতালের পূর্ণাঙ্গ ভবন না থাকায় স্বাস্থ্যসেবা যথাযথভাবে দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে। তার পরেও মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই দিকে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি এ সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।