আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে পুলিশ ট্রেনিং সেন্টার(পিটিসি), খুলনায় বিভিন্ন থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) পদের প্রশিক্ষণার্থীদের ক্লাস নিলেন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
তিনি প্রশিক্ষণ কর্মশালায় ‘জিজ্ঞাসাবাদের আধুনিক কলাকৌশল’ (তাত্ত্বিক ও ব্যবহারিক) বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রশিক্ষণার্থীদেরকে ছবি ও ভিডিয়োর মাধ্যমে জিজ্ঞাসাবাদের আধুনিক কলাকৌশল উপস্থাপন করেন । পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ন্যায়নীতি, সততা ও স্বচ্ছতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার পরামর্শ প্রদান করেন।