বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে খুলনার ভৈরব নদের তীরে নগরঘাট এলাকায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনা জেলার ভৈরব নদীর পাড়ে ১ একর ৪০ শতাংশ জমি কিনেছিলেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর শেখ হাসিনা ও তার বোন এ সম্পত্তির মালিক হন। তবে এখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামো নেই। একটি পাট গুদামঘর ও একটি গেস্ট হাউস হয়েছে।
সবশেষ ২০২৩ সালের ৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এসেছিলেন।