Dhaka 7:40 am, Saturday, 5 July 2025
খুলনা সদর

নগরীতে চোরাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ৪ চোর আটকঃ কেএমপি 

 

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এসময় চুরির অপরাধে জড়িত ১) তাসমিউল হাসনাত৥রবি (১৯), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-১২৪ বিআইডিসি রোড গোয়ালপাড়া, ২) মোঃ সোহান হোসেন (২১), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-২০৩ বিআইডিসি রোড, গোয়ালপাড়া, ৩) আবদুল্লাহ ৥রাহুল (১৯), পিতা-ইউনুস মোল্লা, সাং-আলমনগর, চান্দু সর্ব থানা-খালিশপুর এবং ৪) ইয়াছিন আরাফাত রায়হান (২০), পিতা-মাসুদ রানা, সাং-মংলা হেলিপ্যাড ময়দানের পাশে, থানা-মংলা, জেলা-বাগেরহাট’দেরকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত হতে ১ টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি ছোট স্বর্ণের কানের রিং, ৩ টি মোবাইল এবং নগদ ৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-০৪, তাং-০৪/০২/২৫ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

খুলনা সদর

নগরীতে চোরাই স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ৪ চোর আটকঃ কেএমপি 

প্রকাশঃ 09:22:46 am, Wednesday, 5 February 2025

 

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 

এসময় চুরির অপরাধে জড়িত ১) তাসমিউল হাসনাত৥রবি (১৯), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-১২৪ বিআইডিসি রোড গোয়ালপাড়া, ২) মোঃ সোহান হোসেন (২১), পিতা-মোঃ রুহুল আমিন, সাং-২০৩ বিআইডিসি রোড, গোয়ালপাড়া, ৩) আবদুল্লাহ ৥রাহুল (১৯), পিতা-ইউনুস মোল্লা, সাং-আলমনগর, চান্দু সর্ব থানা-খালিশপুর এবং ৪) ইয়াছিন আরাফাত রায়হান (২০), পিতা-মাসুদ রানা, সাং-মংলা হেলিপ্যাড ময়দানের পাশে, থানা-মংলা, জেলা-বাগেরহাট’দেরকে আটক করা হয়। আটককৃতদের হেফাজত হতে ১ টি স্বর্ণের নেকলেস, ১টি স্বর্ণের চেইন, ২ টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ৩ টি ছোট স্বর্ণের কানের রিং, ৩ টি মোবাইল এবং নগদ ৬৫,০০০ টাকা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-০৪, তাং-০৪/০২/২৫ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু করা হয়েছে।