Dhaka 7:00 am, Saturday, 5 July 2025

আগুনে পুড়ল ১৫ দোকান

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার সুতাং বাজারের পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগুনে মুদি দোকান, সবজির দোকান, দুটি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ী হারুন মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দোকানদারদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি দোকানেই মূল্যবান মালামাল ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১৫টি দেকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

আগুনে পুড়ল ১৫ দোকান

প্রকাশঃ 09:50:56 am, Saturday, 19 April 2025
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিট টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার সুতাং বাজারের পূর্ব পাশে আগুনের সূত্রপাত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, আগুনে মুদি দোকান, সবজির দোকান, দুটি রেস্তোরাঁ, একটি মুরগির দোকান এবং একটি ধানের খালি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ী হারুন মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দোকানদারদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশ কয়েকটি দোকানেই মূল্যবান মালামাল ছিল।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়। এতে ১২টি দোকান পুড়ে গেছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ১৫টি দেকান পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।